জুলাই শহীদদের জন্য মসজিদে মসজিদে দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২৫
গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া করা হয়/ ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজ শেষে দোয়া করেন মুসল্লিরা।

এ কর্মসূচির আহ্বান জানিয়েছিল ওলামা দল। এর আগে গত বুধবার (১৬ জুলাই) শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। ওইদিনও গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেছিল ইসলামিক ফাউন্ডেশন।

জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ অন্যান্য মসজিদে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এনএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।