কেমন হলো জামায়াতের সমাবেশ
শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নেন দলটির লাখো নেতাকর্মী, ছবি: সংগৃহীত
অনেকটা প্রস্তুতি নিয়েই এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করলো জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে ভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে তাদের এই সমাবেশ। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এতো বড় সমাবেশ কতটা সফল হয়েছে দলটির তা নিয়ে চলছে আলোচনা।
শনিবার (১৯ জুলাই) জামায়াতের সমাবেশে যোগ দিতে ভোরবেলা থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশে যোগ দেন তারা। এমনকি ভাড়া করা ট্রেন, বাস যে যেভাবে পেরেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সমাবেশ অংশ নেন। সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে সমাবেশে এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, আখতার হোসেন ও আবদুল হান্নান মাসউদ।

সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে দলটির নেতা-কর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ে। তীব্র যানজট দেখা দেয় ঢাকার বিভিন্ন সড়কে। শাহবাগ এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ ছিল। শুধু ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও অ্যাম্বুলেন্স চলাচল করে।
সকাল থেকেই সমাবেশে জড়ো হওয়া লোকজনকে উজ্জীবিত রাখতে পরিবেশন করা হয় ইসলামী সঙ্গীত। পরিবেশিত হয় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন গান। সমাবেশের বিস্তৃতি ছিল সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কসহ রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত। জামায়াতের নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল আশপাশের পরিবেশ। যদিও ভ্যাপসা গরমে অনেকে অস্বস্তিতেও ভোগেন।

দুপুর ২টায় শুরু হয় সমাবেশের মূল পর্ব। এর আগেই মঞ্চে এসে উপস্থিত হন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বিকেল সোয়া ৫টার দিকে মঞ্চে উঠেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই বক্তব্য শেষ করেন জামায়াত আমির।
- আরও পড়ুন:
- মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
- হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির, সুস্থ আছেন
- জামায়াতের এমপি-মন্ত্রী প্লট নেবে না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বে না

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন তাহলে মালিক হবো না, সেবক হবো। আমরা ঘোষণা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার নেবেন না। এমপি-মন্ত্রীরা সরকারি প্লট বরাদ্দ নেবেন না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বেন না। নিজ হাতে সরকারি বরাদ্দের টাকা চালাচালিও করবেন না’।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা (জামায়াতের এমপি-মন্ত্রী) নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবেন। চাঁদা আমরা নেবো না, দুর্নীতি আমরা করবো না। চাঁদা নিতে দেবো না, দুর্নীতি আমরা সহ্য করবো না’।

এর আগে মঞ্চে বক্তব্য রাখেন এনসিপিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতারা।
জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে উপস্থিত হয়ে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, গত বছর এ মাসে এই দিনে বাতাসে বারুদের গন্ধ ছিল। চতুর্দিকে গুলির আওয়াজ ছিল, হাসপাতালে দৌড়াদৌড়ি, শহীদদের নিয়ে কান্নাকাটি। যদি এই ৫ আগস্ট সংঘটিত না হতো, তাহলে এই জাতীয় সমাবেশ আজ কল্পনাও করা যেত না। মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, জামায়াতে ইসলামী যে সাত দফা দাবি জানিয়েছে, এটা দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। আমরা পুরোপুরি এই সাত দফা দাবি সমর্থন করি।

এনসিপি নেতা সারজিস আলম বলেন, আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে, নারীদের অধিকার ও সংখ্যালঘু ভাই-বোনদের অধিকার নিশ্চিত করতে হবে। সারজিস বলেন, অভ্যুত্থানের এক বছর পেরিয়ে আমরা আরেক বছরে এসে উপস্থিত হয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে মুজিববাদীদের আস্তানা গড়ে উঠেছে। মুজিববাদের সদস্যরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এই মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনিভাবেই মুজিববাদের মোকাবিলা করা যাবে না। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবেই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে।
সমাবেশে আরেক এনসিপি নেতা আখতার হোসেন বলেন, ‘ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষ চাই না, এমন বক্তব্য যারা দেয়, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।’ তিনি বলেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম।

অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, আনন্দিত হয়। আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের অংশীদাররা উৎফুল্ল হয়ে জালিম হয়ে উঠছেন। তাই বলতে চাই, আল্লাহ পাক কিন্তু ছাড় দেবেন না।
- আরও পড়ুন:
- নির্বাচনে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার
- আমাদের নতুন সংবিধান লাগবে, জামায়াতের সমাবেশে সারজিস
এদিকে, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যদিও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পিআরের পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে।
এই পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে অনড় বিএনপি ও জামায়াত।
পিআর পদ্ধতিতে ভোট ছাড়াও জামায়াতের সমাবেশে তোলা অন্যান্য দাবিসমূহ হলো ২০২৪ সালের ৫ আগস্টসহ অন্যান্য সময় সংঘটিত সব হত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার ও ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
এসএনআর/এএসএম
টাইমলাইন
- ১০:৩৭ এএম, ২০ জুলাই ২০২৫ কেমন হলো জামায়াতের সমাবেশ
- ০৯:৪৪ পিএম, ১৯ জুলাই ২০২৫ হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির, সুস্থ আছেন
- ০৬:৫৩ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের এমপি-মন্ত্রী প্লট নেবে না, ট্যাক্সবিহীন গাড়িতেও চড়বে না
- ০৬:৩৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ হাসপাতালে নেওয়া হলো জামায়াত আমিরকে
- ০৬:২৭ পিএম, ১৯ জুলাই ২০২৫ আগামীতে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির
- ০৬:২০ পিএম, ১৯ জুলাই ২০২৫ স্লোগান দিতে দিতে সমাবেশ থেকে বের হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
- ০৬:০৫ পিএম, ১৯ জুলাই ২০২৫ বাইরে বলে সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায়
- ০৫:৪৭ পিএম, ১৯ জুলাই ২০২৫ ৫ আগস্ট না হলে আজ সমাবেশ কল্পনাও করা যেত না
- ০৫:৪৪ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াত জঙ্গিবাদ রুখে দেবে, প্রয়োজনে সংগ্রাম করবে: তাহের
- ০৫:৩৩ পিএম, ১৯ জুলাই ২০২৫ ঢাকায় জাতিসংঘের অফিস নিয়ে সমালোচনা করলেন আখতার
- ০৫:২৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ রাজধানীর সড়কে গণপরিবহন সংকট, দাপট অটোরিকশার
- ০৫:২৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
- ০৫:১৯ পিএম, ১৯ জুলাই ২০২৫ রক্তচক্ষু ও ভয়ভীতি দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না
- ০৫:১৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ চাঁদাবাজবিরোধীরাই জাতীয় নির্বাচনে জিতবে: ডা. তাহের
- ০৫:০৯ পিএম, ১৯ জুলাই ২০২৫ বিপদ কেটে যাওয়ায় অভ্যুত্থানের অংশীদারদের কেউ কেউ জালিম হয়ে উঠছেন
- ০৫:০২ পিএম, ১৯ জুলাই ২০২৫ নির্বাচনে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার
- ০৪:৫৪ পিএম, ১৯ জুলাই ২০২৫ জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে
- ০৪:৪৫ পিএম, ১৯ জুলাই ২০২৫ জুলাই শহীদদের হত্যার বিচারের আগে দেশে নির্বাচনের দরকার নেই
- ০৪:৪০ পিএম, ১৯ জুলাই ২০২৫ আওয়ামী লীগ-বিএনপি উভয়ই হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে
- ০৪:৩৫ পিএম, ১৯ জুলাই ২০২৫ আমাদের নতুন সংবিধান লাগবে, জামায়াতের সমাবেশে সারজিস
- ০৪:২৭ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াত ছাড়া কেউ খোঁজ নেয়নি: জুলাইয়ে আহত শাহ আলম
- ০৪:১৮ পিএম, ১৯ জুলাই ২০২৫ ছেলে হত্যার বিচার এখনো পাইনি: আবরার ফাহাদের বাবা
- ০৪:১০ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি
- ০৩:৫৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ নড়াইল থেকে সমাবেশে এসেছেন জামায়াতের ২০ হাজার নেতাকর্মী
- ০৩:৫০ পিএম, ১৯ জুলাই ২০২৫ এবার জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপির আখতার-মাসউদ
- ০৩:৪০ পিএম, ১৯ জুলাই ২০২৫ আমাদের সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট
- ০৩:৩৫ পিএম, ১৯ জুলাই ২০২৫ কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী, আশপাশের সড়কে জামায়াত নেতাকর্মীরা
- ০৩:৩০ পিএম, ১৯ জুলাই ২০২৫ ‘সৃষ্টি যার, শাসন চাই তার’, জামায়াত নেতাদের স্লোগান
- ০৩:২৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার
- ০৩:২১ পিএম, ১৯ জুলাই ২০২৫ জুলাইয়ে কওমি মাদরাসার অবদান ছিনতাইয়ের চেষ্টা হলে ফের অভ্যুত্থান
- ০৩:০৮ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের সমাবেশে যোগ দিলেন সারজিস
- ০২:৫৪ পিএম, ১৯ জুলাই ২০২৫ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম
- ০২:৪৯ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য: হান্নান মাসউদ
- ০২:৪৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ সমাবেশের মঞ্চে জামায়াতের নাটক
- ০২:৩৯ পিএম, ১৯ জুলাই ২০২৫ ফ্রি মেডিকেল ক্যাম্প, আছে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসও
- ০২:২৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ রাজধানীতে জামায়াতের খণ্ড-খণ্ড মিছিল, গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান
- ০২:১৬ পিএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু
- ০২:১৩ পিএম, ১৯ জুলাই ২০২৫ ছোট ছোট দলে নামাজ আদায় করলেন জামায়াতের নেতাকর্মীরা
- ০২:১০ পিএম, ১৯ জুলাই ২০২৫ সড়কে ভোগান্তির জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ জামায়াতের
- ০১:৪৭ পিএম, ১৯ জুলাই ২০২৫ বাস-রেল-লঞ্চের মতো মেট্রোরেলেও মানুষের চাপ
- ০১:১৪ পিএম, ১৯ জুলাই ২০২৫ ছেলেকে নিয়ে জামায়াতের সমাবেশে এসেছেন বাবা
- ১২:৫২ পিএম, ১৯ জুলাই ২০২৫ টাঙ্গাইল থেকে পৌনে ৩০০ বাস নিয়ে ঢাকার পথে জামায়াত
- ১২:৫১ পিএম, ১৯ জুলাই ২০২৫ হেঁটেই সমাবেশে আসছেন জনতা: গোলাম পরওয়ার
- ১২:৫০ পিএম, ১৯ জুলাই ২০২৫ গাবতলী দিয়ে প্রবেশ করছে শতশত গাড়ি, জামায়াতের অভ্যর্থনা
- ১২:৩৪ পিএম, ১৯ জুলাই ২০২৫ মহাসমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ১২:২৯ পিএম, ১৯ জুলাই ২০২৫ গাজীপুর-নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা
- ১২:১১ পিএম, ১৯ জুলাই ২০২৫ সদরঘাট থেকে সমাবেশ অভিমুখে জামায়াত নেতাকর্মীদের ঢল
- ১২:০৯ পিএম, ১৯ জুলাই ২০২৫ দলীয় পতাকায় ছেয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান
- ১২:০৫ পিএম, ১৯ জুলাই ২০২৫ ‘নিজ খরচে সমাবেশে এসেছি, খাবার-পানিও পকেটের টাকায়’
- ১১:৫৮ এএম, ১৯ জুলাই ২০২৫ কমলাপুরে টিকিট তদারকি ঢিলেঢালা, চেকিং ছাড়াই বের হচ্ছেন লোকজন
- ১১:৫৪ এএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এলো বিশেষ ৪ ট্রেন
- ১১:৪২ এএম, ১৯ জুলাই ২০২৫ জুলাইয়ের গানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান
- ১১:৩৫ এএম, ১৯ জুলাই ২০২৫ নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে পরিবেশিত হচ্ছে ইসলামী গান
- ১১:২৯ এএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের সমাবেশগামী বাসে ধাক্কা, উপজেলা আমিরসহ নিহত ২
- ১১:১৪ এএম, ১৯ জুলাই ২০২৫ রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
- ১০:৫৩ এএম, ১৯ জুলাই ২০২৫ ট্রেনভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে
- ১০:৪৩ এএম, ১৯ জুলাই ২০২৫ নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র্যাব-ডিবিও
- ১০:২৫ এএম, ১৯ জুলাই ২০২৫ শাহবাগে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন জামায়াতের স্বেচ্ছাসেবকরা
- ১০:১৪ এএম, ১৯ জুলাই ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে জনসমাগম চারপাশের সড়কে
- ১০:১১ এএম, ১৯ জুলাই ২০২৫ শাহবাগে জামায়াতের সমাবেশ দেখতে মোড়ে মোড়ে স্ক্রিন
- ১০:০৯ এএম, ১৯ জুলাই ২০২৫ সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু
- ১০:০৫ এএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের জাতীয় সমাবেশে চলছে সাংস্কৃতিক পরিবেশনা
- ১০:০৩ এএম, ১৯ জুলাই ২০২৫ যাত্রাবাড়ী দিয়ে ঢাকায় ঢুকছে সারি সারি গাড়ি, দীর্ঘ যানজট
- ০৯:৪৫ এএম, ১৯ জুলাই ২০২৫ ট্রেন থেকে নেমে স্টেশনেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান
- ০৯:৪২ এএম, ১৯ জুলাই ২০২৫ জাতীয় সমাবেশস্থলে জামায়াতের সেক্রেটারি পরওয়ার
- ০৯:৩৯ এএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের সমাবেশে হাতপাখা
- ০৯:৩৬ এএম, ১৯ জুলাই ২০২৫ মিছিল মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
- ০৮:৫২ এএম, ১৯ জুলাই ২০২৫ পটুয়াখালী থেকে তিন লঞ্চে সমাবেশে জামায়াতের ১৫ হাজার নেতাকর্মী
- ০৮:১০ এএম, ১৯ জুলাই ২০২৫ ফজরেই পূর্ণ জামায়াতের সমাবেশস্থল
- ০৬:৪২ এএম, ১৯ জুলাই ২০২৫ জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে দল থেকে যেসব নির্দেশনা
- ১০:২৩ পিএম, ১৮ জুলাই ২০২৫ সন্ধ্যা থেকেই সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
- ০৮:১৩ পিএম, ১৮ জুলাই ২০২৫ জামায়াতের সমাবেশে যোগ দিতে ময়মনসিংহে প্রস্তুত ২৫০ বাস
- ০৮:০৪ পিএম, ১৮ জুলাই ২০২৫ ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে জামায়াত, নিয়মের ব্যত্যয় ঘটেনি
- ০৬:৪০ পিএম, ১৮ জুলাই ২০২৫ ৭ লঞ্চ ও ৬৫ বাসে সমাবেশে যোগ দেবেন বরিশালের জামায়াত নেতাকর্মীরা
- ০৬:২৫ পিএম, ১৮ জুলাই ২০২৫ দুই শতাধিক বাসে সমাবেশে যোগ দেবেন রংপুরের জামায়াত নেতাকর্মীরা
- ০৬:২১ পিএম, ১৮ জুলাই ২০২৫ সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি, ১০ লাখ উপস্থিতির টার্গেট জামায়াতের
- ১২:০০ এএম, ১৮ জুলাই ২০২৫ সমাবেশে নেতাকর্মী আনতে ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত
- ০৯:৫২ পিএম, ১৭ জুলাই ২০২৫ সমাবেশে নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করেছে জামায়াত
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ, সোমবার জরুরি সংবাদ সম্মেলন
- ২ আমরা ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির
- ৩ সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ চাই: মামুনুল হক
- ৪ বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ লেবার পার্টি
- ৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান