রাকসু নির্বাচন ঘিরে সংঘবদ্ধ ষড়যন্ত্র হচ্ছে: রাবি ছাত্রদল আহ্বায়ক
দীর্ঘ ৩৫ বছর ধরে অচল থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।
তবে রাকসু নির্বাচন ঘিরে সংঘবদ্ধ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজের ফেসবুক আইডিতে ‘সংঘবদ্ধ ষড়যন্ত্রের নতুন অধ্যায় রাকসু!’ শিরোনামে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
পোস্টে সুলতান আহমেদ রাহী লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির ইতিহাসে আরেকটি কলঙ্কজনক মুহূর্ত রচিত হচ্ছে। এনসিপি-শিবির ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠনের দাবি-প্রস্তাবনা প্রতি বিন্দুমাত্র সম্মান না করে, বরং স্পষ্টভাবে অবজ্ঞা করে তফসিল ঘোষণা।’

তিনি আরও লেখেন, ‘সালেহ হাসান নকিব প্রশাসন ও তার নিযুক্ত একচোখা নির্বাচন কমিশন- এরা যেন এনসিপি-শিবিরের গোপন কাগজপত্র ছাড়া কোনো কিছু দেখতেই রাজি নয়! আলোচনা নয়! সংলাপ নয়, ফরমায়েশি তফসিল!’
আরও পড়ুন
২০২১ সালের ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাতে আহ্বায়কের দায়িত্ব পান সুলতান আহমেদ রাহী। এ দায়িত্ব পাওয়ার আগেই তার ছাত্রজীবন শেষ হয়ে যায়। ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন। অংশ নিতে পারবেন না আসন্ন রাকসু নির্বাচনেও।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪ বার নির্বাচন হয়েছে। সবশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে।
জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সেই দাবির মুখে অবশেষে রাকসুর তফসিল ঘোষণা করেছে রাকসুর নির্বাচন কমিশন।
এএএইচ/এমএএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ২ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩ ২১ ঘণ্টায় জোড়া লাগলো তাসফিনের হাত, চিকিৎসকদের প্রশংসায় রিজভী
- ৪ খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নির্বাচনি প্রস্তুতি কেমন বিএনপির?
- ৫ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা: দীপ্তি