ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের চিকিৎসাসেবা দিতে বুথ
ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের চিকিৎসাসেবা দিতে বুথ স্থাপন করা হয়েছে/ছবি ইয়াসির আরাফাত রিপন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের সমাবেশ ঘিরে রাজধানীর শাহবাগে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। সারাদেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এমন পরিস্থিতিতে সমাবেশস্থলে আগতদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা দিতে স্থাপন করা হয়েছে মেডিকেল বুথ। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. আউয়ালের নেতৃত্বে গঠিত মেডিকেল টিম মাঠে রয়েছে সকাল থেকেই। এই টিমে রয়েছেন যশোর মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. স্বপনসহ কয়েকজন চিকিৎসক ও স্বেচ্ছাসেবক।

ডা. আউয়াল বলেন, আজকের সমাবেশে জনসমাগম অনেক বেশি হবে। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের কথা মাথায় রেখে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। গরমের কারণে হিটস্ট্রোকসহ যে কোনো শারীরিক অসুস্থতায় আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে পারবো।
আরও পড়ুন
তিনি জানান, সমাবেশস্থলে পর্যাপ্ত খাবার পানি, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছে। হঠাৎ অসুস্থতা কিংবা জ্বর-সর্দির মতো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেবা দেওয়া হবে।
মেডিকেল টিমের সদস্য ডা. স্বপন বলেন, আমাদের টিম সকাল থেকেই কাজ শুরু করেছে। কোনো নেতাকর্মী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া হচ্ছে। হঠাৎ গরম, ক্লান্তি বা পানি স্বল্পতায় যেন কারও সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
সমাবেশস্থলে দায়িত্বরত নেতারা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে বদ্ধপরিকর। নেতাকর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মেডিকেল টিমের এ উদ্যোগ।
ইএআর/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন