ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি, দলে দলে সমাবেশে আসছেন নেতাকর্মীরা
শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় এ সমাবেশ শুরু হবে।
এরই মধ্যে দুপুর থেকেই ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
জয়পুরা থেকে আসা এনসিপি কর্মী হাসান জাগো নিউজকে বলেন, আজ ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি। এই ইশতেহার নতুন বাংলাদেশের সূচনা করবে। আমাদের ইশতেহারে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশের জনগনের কল্যাণ নিহিত থাকবে।
এদিকে, শহীদ মিনারে দুইটি প্রজেক্টরে জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হচ্ছে।
দলটির একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।
আরএএস/এএমএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনে লড়তে ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে তারেক রহমানকে
- ২ তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের আনন্দ মিছিল
- ৩ গণভোট-ভোট একই দিনে ‘নতুন দিগন্ত’ দেখছে বিএনপি: ফখরুল
- ৪ সন্ত্রাসের বিরুদ্ধে তরুণ প্রজন্ম রুখে দাঁড়াবে: শিবির সভাপতি
- ৫ তফসিলকে স্বাগত জানিয়ে ইসির নিরপেক্ষতা-সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির