আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের/ছবি: জাগো নিউজ
আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলটির নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের অনুরোধ করেছেন।
রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছি, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
তিনি বলেন, আমরা দাবি জানিয়েছি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন
এই জামায়াত নেতা জানান, বৈঠকে তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন ও নির্বাচনের আগে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনের প্রস্তুতি একটি পক্ষীয় পরিকল্পনার অংশ হতে পারে। তাই নির্বাচনের পরিবেশ ও পদ্ধতি নিরপেক্ষ হওয়া প্রয়োজন।
তারা প্রধান উপদেষ্টাকে পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ সংক্রান্ত গণভোট আয়োজনের আহ্বানও জানিয়েছেন।
ইএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ