১৪ দলীয় জোটের কর্মসূচিতে নাজমুল হুদার সংহতি
ফাইল ছবি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে সমর্থন জানিয়েছে বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ও ৩১ দলীয় বাংলাদেশ জাতীয় জোটের নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দেশে চলমান গুপ্তহত্যাসহ বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী আগামী ১৯ জুন ১৪ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচিতে নাজমুল হুদার নেতৃত্বাধীন জোট অংশ নেবে বলে জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, সন্ত্রাস দমনে রাজনীতির কোনো সুযোগ নেই। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিচ্ছেন, তাকে আমরা পূর্ণ সমর্থন করি। রাস্তার রাজনীতি শেষ। এখন আর রাজপথে মারামারি, হানাহানি, সন্ত্রাস, অহেতুক ধর্মঘট নেই। একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী এসব সন্ত্রাস বন্ধ করতে পেরেছেন এজন্য তাকে ধন্যবাদ।
তিনি আরো বলেন, আজকে তারা (বিএনপি জোট) বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ইসরায়েল ও মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার পতনের চক্রান্ত করছে। এজন্য যদি আমরা ১৪ দলীয় জোটকে শক্তিশালী করি, তবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, দেশে সাম্প্রতিক গুপ্তহত্যার প্রতিবাদে জাতীয় জোটের নেতারা এসেছেন, এ জন্য নাজমুল হুদাকে ধন্যবাদ। তাদের সঙ্গে আজ যে মতবিনিময় শুরু হলো এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য অসাম্প্রদায়িক দলের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করবে ১৪ দল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ উভয় জোটের কেন্দ্রীয় নেতারা।
এইউ/এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ দোয়ার মঞ্চে আলেমকে সম্মান জানাতে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
- ২ ৫ বছরে ১ কোটি তরুণকে প্রশিক্ষণসহ যেসব পরিকল্পনা নিলো জামায়াত
- ৩ জোটের ২৩ ও উন্মুক্ত ৬ আসনে নির্বাচন করবে বাংলাদেশ খেলাফত মজলিস
- ৪ তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস
- ৫ ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান