৫ জানুয়ারি সমাবেশ হবেই : রিজভী
ফাইল ফটো
প্রশাসনের অনুমতি না পেলেও আগামী ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে রিজভী সমাবেশ করার ব্যাপারে বিএনপির অটল অবস্থানের কথা জানিয়েছিলেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সে সিদ্ধান্তের কথা জানানো হলো।
খালেদা জিয়াকে নিয়ে এরশাদের কটুক্তির জবাবে রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে একটু মনিকাঞ্চন যোগ হয়েছে। যিনি মিথ্যার গুরু, তার নাম হুসেইন মুহাম্মদ এরশাদ। আওয়ামী লীগের প্ররোচনায় এখন এই রাজাকার নানা কথা বলে বেড়াচ্ছেন।