শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনে আমরাও থাকবো: রাশেদ খাঁন
শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন/ছবি: সংগৃহীত
বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, ‘আপনাদের (শিক্ষক) দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সঙ্গে আমরাও যাবো। আপনাদের দাবি আদায়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ আপনাদের সঙ্গে আছে, আমরা আপনাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।’
শনিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন রাশেদ। এসময় শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘শিক্ষকরা দুর্নীতি করেন না, অন্যায় করেন না। কিন্তু আমলাদের অনেকে দুর্নীতি করেন। তারা গাড়ি পান, বাসা পান, শিক্ষকরা কি পান? শিক্ষকদের বেতন-ভাতা অবশ্যই বাড়াতে হবে। তাদের দাবি অনুযায়ী, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বর্তমানে জীবনযাপনের জন্য এটা কোনো অযৌক্তিক দাবি নয়। তারা দীর্ঘদিন আন্দোলন করছে। কিন্তু সরকার তাদের দাবি মানছে না। শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বোঝেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছেন, সি আর আবরার, আর নাই দরকার....এটা তো আমাদের জন্য লজ্জার, তার (শিক্ষা উপদেষ্টা) জন্য লজ্জার। শিক্ষকদের বলবো, আপনারা আন্দোলন চালিয়ে যান।’
এমএইচএ/এমএমকে/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ চাই: মামুনুল হক
- ২ বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ লেবার পার্টি
- ৩ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান
- ৪ ইসলামি শক্তিকে কেউ স্তব্ধ করতে পারবে না: এ টি এম আজহার
- ৫ খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: ফখরুল