ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

২৩৭ আসনে ধানের শীষের প্রার্থী যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। তালিকা দেখতে এখানে ক্লিক করুন

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা

পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ।

ঠাকুরগাঁও–১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২: (প্রার্থী ঘোষণা হয়নি) ও ঠাকুরগাঁও-৩: মো. জাহিদুর রহমান জাহিদ।

দিনাজপুর–১: মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২: মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩: বেগম খালেদা জিয়া, দিনাজপুর–৪: মো.আখতারুজ্জামান মিয়াঁ, দিনাজপুর–৫: (প্রার্থী ঘোষণা হয়নি) ও দিনাজপুর-৬: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নীলফামারী-১: (প্রার্থী ঘোষণা হয়নি), নীলফামারী-২: এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৩: (প্রার্থী ঘোষণা হয়নি) ও নীলফামারী–৪: মো. আব্দুল গফুর সরকার।

লালমনিরহাট-১: মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২: (প্রার্থী ঘোষণা হয়নি) ও লালমনিরহাট–৩: আসাদুল হাবিব দুলু।

রংপুর-১: মো. মোকাররম হোসেন সুজন, রংপুর-২: মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩: মো. সামসুজ্জামান সামু, রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫: মো. গোলাম রব্বানী ও রংপুর-৬: মো. সাইফুল ইসলাম।

কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২: মো. সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩: তাজভীর উল ইসলাম ও কুড়িগ্রাম-৪: মো. আজিজুর রহমান।

গাইবান্ধা-১: খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২: মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার ও গাইবান্ধা- ৫: মো. ফারুক আলম সরকার।

জয়পুরহাট-১: মো. মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২: আব্দুল বারী।

বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২: (প্রার্থী ঘোষণা হয়নি), বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪: মো. মোশারফ হোসেন, বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬: তারেক রহমান ও বগুড়া-৭: বেগম খালেদা জিয়া।

চাঁপাইনবাবগঞ্জ-১: মো. সাজাহান মিয়াঁ, চাঁপাইনবাবগঞ্জ-২: মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩: মো. হারুনর রশিদ।

নওগাঁ-১: মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ- ২: মো. সামসুজোহা খান, নওগাঁ-৩: মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫: (প্রার্থী ঘোষণা হয়নি) ও নওগাঁ-৬: শেখ মো. রেজাউল ইসলাম।

রাজশাহী-১: মো. শরীফ উদ্দীন, রাজশাহী-২: মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩: মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪: ডি এম ডি জিয়াউর রহমান, রাজশাহী-৫: নজরুল ইসলাম ও রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ।

নাটোর-১: ফারজানা শারমিন, নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩: (প্রার্থী ঘোষণা হয়নি) ও নাটোর-৪: মো. আব্দুল আজিজ।

সিরাজগঞ্জ- ১: (প্রার্থী ঘোষণা হয়নি), সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩: ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪: এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫: মো. আমিরুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৬: এম এ মুহিত।

পাবনা-১: (প্রার্থী ঘোষণা হয়নি), পাবনা-২: এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩: মো. হাসান জাফির তুহিন, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫: মো.শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মেহেরপুর-১: মাসুদ অরুন ও মেহেরপুর-২: মো. আমজাদ হোসেন।

কুষ্টিয়া–১: রেজা আহম্মেদ, কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩: মো. জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

চুয়াডাঙ্গা-১: মো. শরীফুজ্জামান ও চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান।

ঝিনাইদহ-১: (প্রার্থী ঘোষণা হয়নি), ঝিনাইদহ-২: (প্রার্থী ঘোষণা হয়নি), ঝিনাইদহ-৩: মোহাম্মদ মেহেদী হাসান ও ঝিনাইদহ–৪: (প্রার্থী ঘোষণা হয়নি)।

যশোর-১: মো. মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২: মোসা. সাবিরা সুলতানা, যশোর–৩: অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪: টি এস আইয়ুব, যশোর-৫: (প্রার্থী ঘোষণা হয়নি) ও যশোর–৬: কাজী রওনকুল ইসলাম।

মাগুরা-১: মো. মনোয়ার হোসেন ও মাগুরা-২: নিতাই রায় চৌধুরী,

নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২: (প্রার্থী ঘোষণা হয়নি)।

বাগেরহাট-১: (প্রার্থী ঘোষণা হয়নি), বাগেরহাট- ২: (প্রার্থী ঘোষণা হয়নি) ও বাগেরহাট- ৩: (প্রার্থী ঘোষণা হয়নি)।

খুলনা- ১: (প্রার্থী ঘোষণা হয়নি), খুলনা-২: নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪: আজিজুল বারী হেলাল, খুলনা-৫: মোহাম্মদ আলী আসগর ও খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পী।

সাতক্ষীরা-১: মো. হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২: আব্দুর রউফ, সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দীন ও সাতক্ষীরা-৪: মো. মনিরুজ্জামান।

বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা ও বরগুনা- ২: নুরুল ইসলাম মনি।

পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২: (প্রার্থী ঘোষণা হয়নি), পটুয়াখালী-৩: (প্রার্থী ঘোষণা হয়নি) ও পটুয়াখালী–৪: এ বি এম মোশাররফ হোসেন।

ভোলা-১: গোলাম নবী আলমগীর, ভোলা-২: মো. হাফিজ ইব্রাহীম, ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন।

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন, বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩: (প্রার্থী ঘোষণা হয়নি), বরিশাল-৪: মো. রাজীব আহসান, বরিশাল-৫: মো.মজিবর রহমান সরওয়ার ও বরিশাল-৬: আবুল হোসেন খান।

ঝালকাঠি-১: (প্রার্থী ঘোষণা হয়নি) ও ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু।

পিরোজপুর-১: (প্রার্থী ঘোষণা হয়নি), পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর ও পিরোজপুর-৩: মো. রুহুল আমিন দুলাল।

টাঙ্গাইল-১: ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩: এস এম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪: মো. লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৫: (প্রার্থী ঘোষণা হয়নি), টাঙ্গাইল-৬: মো. রবিউল আউয়াল লাবলু, টাঙ্গাইল-৭: আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান।

জামালপুর–১: এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩: মো. মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪: মো. ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর-৫: শাহ মো. ওয়ারেস আলী মামুন।

শেরপুর-১: সানসিলা জেবরিন, শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী ও শেরপুর-৩: মো. মাহমুদুল হক রুবেল।

ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ-২: মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪: (স্থগিত), ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ- ৬: মো. আখতারুল আলম, ময়মনসিংহ–৭: ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮: লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯: ইয়াসের খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১০: (প্রার্থী ঘোষণা হয়নি) ও ময়মনসিংহ-১১: ফকর উদ্দিন আহমেদ।

নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২: মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪: মো. লুৎফুজ্জামান বাবর ও নেত্রকোনা-৫: মো. আবু তাহের তালুকদার।

কিশোরগঞ্জ-১: (প্রার্থী ঘোষণা হয়নি), কিশোরগঞ্জ-২: অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩: ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪: অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫: (প্রার্থী ঘোষণা হয়নি) ও কিশোরগঞ্জ-৬: মো. শরীফুল আলম।

মানিকগঞ্জ-১: (প্রার্থী ঘোষণা হয়নি), মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম খাঁন ও মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা।

মুন্সিগঞ্জ-১: শেখ মো. আবদুল্লাহ, মুন্সিগঞ্জ-২: মিজানুর রহমান সিনহা ও মুন্সিগঞ্জ-৩: (প্রার্থী ঘোষণা হয়নি)।

ঢাকা-১: খন্দকার আবু আশফাক, ঢাকা-২: আমান উল্লাহ আমান, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫: নবী উল্লাহ নবী, ঢাকা-৬: ইশরাক হোসেন, ঢাকা-৭: (প্রার্থী ঘোষণা হয়নি), ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-৯: (প্রার্থী ঘোষণা হয়নি), ঢাকা- ১০: (প্রার্থী ঘোষণা হয়নি), ঢাকা-১১: এম এ কাইয়ুম, ঢাকা-১২: সাইফুল আলম নীরব, ঢাকা-১৩: (প্রার্থী ঘোষণা হয়নি), ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫: মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬: আমিনুল হক, ঢাকা-১৭: (প্রার্থী ঘোষণা হয়নি), ঢাকা-১৮: (প্রার্থী ঘোষণা হয়নি), ঢাকা-১৯: দেওয়ান মো. সালাউদ্দিন ও ঢাকা-২০: (প্রার্থী ঘোষণা হয়নি)।

গাজীপুর-১: (প্রার্থী ঘোষণা হয়নি), গাজীপুর-২: এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩: অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫: ফজলুল হক মিলন ও গাজীপুর–৬: (প্রার্থী ঘোষণা হয়নি)।

নরসিংদী-১: খায়রুল কবির খোকন, নরসিংদী-২: ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৩: (প্রার্থী ঘোষণা হয়নি), নরসিংদী-৪: সরদার মো. সাখাওয়াত হোসেন ও নরসিংদী-৫: ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

নারায়ণগঞ্জ-১: মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩: মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪: (প্রার্থী ঘোষণা হয়নি) ও নারায়ণগঞ্জ-৫: মো. মাসুদুজ্জামান।

রাজবাড়ী-১: আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২: (প্রার্থী ঘোষণা হয়নি)।

ফরিদপুর-১: (প্রার্থী ঘোষণা হয়নি), ফরিদপুর–২: শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩: নায়াব ইউসুফ আহমেদ ও ফরিদপুর-৪: শহীদুল ইসলাম বাবুল,

গোপালগঞ্জ-১: মো. সেলিমুজ্জামান মোল্ল্যা, গোপালগঞ্জ–২: ডা. কে এম বাবর আলী ও গোপালগঞ্জ–৩: এস এম জিলানী।

মাদারীপুর-১: কামাল জামান মোল্লা, মাদারীপুর-২: (প্রার্থী ঘোষণা হয়নি) ও মাদারীপুর-৩: আনিসুর রহমান।

শরীয়তপুর-১: সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২: মো. শফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর–৩: মিয়াঁ নুরুদ্দিন আহমেদ অপু।

সুনামগঞ্জ-১: আনিসুল হক, সুনামগঞ্জ-২: (প্রার্থী ঘোষণা হয়নি), সুনামগঞ্জ-৩: মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪: (প্রার্থী ঘোষণা হয়নি) ও সুনামগঞ্জ–৫: কলিম উদ্দিন মিলন।

সিলেট-১: খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট- ২: মোছা. তাহসিনা রুশদীর, সিলেট-৩: মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪: (প্রার্থী ঘোষণা হয়নি), সিলেট-৫: (প্রার্থী ঘোষণা হয়নি) ও সিলেট-৬: এমরান আহমেদ চৌধুরী।

মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২: সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩: নাসের রহমান ও মৌলভীবাজার-৪: মো. মজিবর রহমান চৌধুরী।

হবিগঞ্জ-১: (প্রার্থী ঘোষণা হয়নি), হবিগঞ্জ–২: আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩: আলহাজ মো. জি কে গউস ও হবিগঞ্জ-৪: এস এম ফয়সাল।

ব্রাহ্মণবাড়িয়া-১: এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২: (প্রার্থী ঘোষণা হয়নি), ব্রাহ্মণবাড়িয়া–৩: মো. খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫: মো. আব্দুল মান্নান ও ব্রাহ্মণবাড়িয়া-৬: (প্রার্থী ঘোষণা হয়নি)।

কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২: (প্রার্থী ঘোষণা হয়নি), কুমিল্লা-৩: কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪: মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫: মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬: মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭: (প্রার্থী ঘোষণা হয়নি), কুমিল্লা-৮: জাকারিয়া তাহের, কুমিল্লা-৯: মো. আবুল কালাম, কুমিল্লা-১০: মো. আব্দুল গফুর ভূঁইয়া ও কুমিল্লা- ১১: মো. কামরুল হুদা।

চাঁদপুর-১: আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২: মো. জালাল উদ্দিন, চাঁদপুর-৩: শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪: মো. হারুনুর রশিদ ও চাঁদপুর-৫: মো. মমিনুল হক।

ফেনী-১: বেগম খালেদা জিয়া, ফেনী-২: জয়নাল আবেদীন ও ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু।

নোয়াখালী-১: এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী-২: জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩: মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪: মো. শাহজাহান, নোয়াখালী-৫: মোহাম্মদ ফখরুল ইসলাম ও নোয়াখালী-৬: মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

লক্ষ্মীপুর-১: (প্রার্থী ঘোষণা হয়নি), লক্ষ্মীপুর-২: মো. আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর-৪: (প্রার্থী ঘোষণা হয়নি)।

চট্টগ্রাম-১: নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-২: সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩: (প্রার্থী ঘোষণা হয়নি), চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬: (প্রার্থী ঘোষণা হয়নি), চট্টগ্রাম-৭: হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯: (প্রার্থী ঘোষণা হয়নি), চট্টগ্রাম–১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১১: (প্রার্থী ঘোষণা হয়নি), চট্টগ্রাম–১২: মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪: (প্রার্থী ঘোষণা হয়নি), চট্টগ্রাম-১৫: (প্রার্থী ঘোষণা হয়নি) ও চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-২: (প্রার্থী ঘোষণা হয়নি), কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী।

খাগড়াছড়ি: আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

রাঙ্গামাটি: দীপেন দেওয়ান।

বান্দরবান: সাচিং প্রু।

কেএইচ/বিএ/এমএমএআর/এমএস

টাইমলাইন

  1. ০৬:৪৬ পিএম, ০৪ নভেম্বর ২০২৫ কোনো আসনেই প্রার্থী ঘোষণা করেনি বিএনপি, যা বলছেন নেতাকর্মীরা
  2. ০২:৪০ পিএম, ০৪ নভেম্বর ২০২৫ এবারেও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন মনির খান
  3. ১২:৪৮ পিএম, ০৪ নভেম্বর ২০২৫ রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী খৈয়ম, ফাঁকা রাজবাড়ী-২
  4. ১২:২৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৫ বিএনপির মনোনয়ন না পেয়ে রেলপথ অবরোধ, মোহনগঞ্জ-ঢাকা ট্রেন বন্ধ
  5. ১২:১৭ পিএম, ০৪ নভেম্বর ২০২৫ নজরুল-রিজভীসহ যেসব হেভিওয়েট প্রার্থী পাননি বিএনপির মনোনয়ন
  6. ১২:০৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৫ সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বহিষ্কৃত নেতা
  7. ১১:৪৩ এএম, ০৪ নভেম্বর ২০২৫ উত্তরসূরি হিসেবে ধানের শীষ পেলেন যারা
  8. ১১:৩৩ এএম, ০৪ নভেম্বর ২০২৫ গাইবান্ধার পাঁচ আসনে বিএনপির প্রার্থী যারা
  9. ১১:১৩ এএম, ০৪ নভেম্বর ২০২৫ ভিপি নুরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি, নতুন সমীকরণের গুঞ্জন
  10. ১১:০৭ এএম, ০৪ নভেম্বর ২০২৫ জামায়াত নেতা ডা. তাহেরের আসনে বিএনপির নবীন প্রার্থী কামরুল
  11. ১০:৫৭ এএম, ০৪ নভেম্বর ২০২৫ রাঙ্গামাটিতে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান
  12. ১০:৪২ এএম, ০৪ নভেম্বর ২০২৫ হবিগঞ্জের ৪ আসনের তিনটিতে ধানের শীষ পেলেন যারা
  13. ১০:১৮ এএম, ০৪ নভেম্বর ২০২৫ বিএনপির মনোনয়ন তালিকায় বাদ ঢাকা-২০, ঝুলে গেলো চার নেতার ভাগ্য
  14. ১০:১৫ এএম, ০৪ নভেম্বর ২০২৫ চাঁদপুরে মনোনয়ন বঞ্চিত হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন
  15. ১০:১১ এএম, ০৪ নভেম্বর ২০২৫ মনোনয়ন না পেয়ে মহাসড়ক অবরোধ হাজী ইয়াছিনের সমর্থকদের
  16. ০৯:৫৪ এএম, ০৪ নভেম্বর ২০২৫ খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া
  17. ০৯:৫০ এএম, ০৪ নভেম্বর ২০২৫ খালেদা জিয়াসহ দিনাজপুরের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  18. ০৯:৪৮ এএম, ০৪ নভেম্বর ২০২৫ যে কারণে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি
  19. ০৯:৪০ এএম, ০৪ নভেম্বর ২০২৫ ফেনীর তিন আসনে বিএনপির প্রার্থী খালেদা জিয়া-জয়নাল-মিন্টু
  20. ০৯:২৪ এএম, ০৪ নভেম্বর ২০২৫ দুটি ফাঁকা রেখে কুমিল্লার ৯ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
  21. ০৯:১০ এএম, ০৪ নভেম্বর ২০২৫ বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সা চিং প্রু জেরী
  22. ০৯:১০ এএম, ০৪ নভেম্বর ২০২৫ সাতক্ষীরার ৪ আসনে বিএনপির প্রার্থী যারা
  23. ০৮:৫৮ এএম, ০৪ নভেম্বর ২০২৫ ময়মনসিংহের ১১ আসনের নয়টিতে বিএনপির প্রার্থী ঘোষণা
  24. ০৮:৫৮ এএম, ০৪ নভেম্বর ২০২৫ কুড়িগ্রামে জামায়াত-বিএনপির প্রার্থী হলেন দুই ভাই
  25. ০৮:৩৮ এএম, ০৪ নভেম্বর ২০২৫ ফাঁকা কক্সবাজার-২, বাকি তিন আসনে পুরোনোতেই ভরসা বিএনপির
  26. ০৮:২৬ এএম, ০৪ নভেম্বর ২০২৫ প্রচারণা-আলোচনায় আন্দালিব পার্থ-খালিদুজ্জামান, ফের মাঠে হিরো আলম
  27. ০৮:২৩ এএম, ০৪ নভেম্বর ২০২৫ মাগুরা দুই আসনে বিএনপির হয়ে লড়বেন যারা
  28. ০৫:৩৫ এএম, ০৪ নভেম্বর ২০২৫ মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ায় বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ-অবরোধ
  29. ০৪:০৮ এএম, ০৪ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
  30. ০২:০১ এএম, ০৪ নভেম্বর ২০২৫ সীতাকুণ্ডে বিএনপির মনোনয়ন বঞ্চিতের সমর্থকদের রেললাইন অবরোধ
  31. ০১:৩২ এএম, ০৪ নভেম্বর ২০২৫ ধানের শীষ পেয়ে আনন্দ মিছিল করতে নিষেধ করলেন শামা ওবায়েদ
  32. ১০:৩৯ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ সাইফুল আলম নিরবকে বিএনপির মনোনয়ন, স্থানীয়দের মিষ্টিমুখ
  33. ১০:০২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ তারেক রহমান-খালেদা জিয়ার মনোনয়নে নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
  34. ০৯:৫১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ পটুয়াখালীতে মনোনয়ন পেলেন আলতাফ-মোশাররফ
  35. ০৯:৫০ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ নওগাঁর পাঁচটি আসনে ধানের শীষ পেলেন যারা
  36. ০৯:৪২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ২৩৭ জনের তালিকায় নেই রিজভীর নাম
  37. ০৯:৪১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ পিরোজপুরে তিনটির মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
  38. ০৯:৩৯ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ পাবনার চারটি আসনে ধানের শীষ পেলেন যারা
  39. ০৯:৩৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ মেহেরপুরে ধানের শীষের প্রার্থী ঘোষণা
  40. ০৯:২৯ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ পঞ্চগড়ে বিএনপির নওশাদের প্রতিদ্বন্দ্বী সারজিস
  41. ০৯:২৯ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ভোলার চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা
  42. ০৯:২৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ চাঁদপুরে ধানের শীষ পেলেন যারা
  43. ০৯:১৮ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ লালমনিরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
  44. ০৯:১৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ বিএনপির যেসব প্রার্থীর সঙ্গে লড়তে হবে নাহিদ-সারজিস-আখতারদের
  45. ০৯:১১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ কু‌ড়িগ্রামে ধানের শীষ পেলেন যারা
  46. ০৯:০৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ মৌলভীবাজারের চার আসনে বিএনপির প্রার্থী যারা
  47. ০৯:০৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ যে ৬৩ আসন খালি রাখলো বিএনপি
  48. ০৯:০৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ পৈতৃক ভূমিতে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ
  49. ০৮:৫৯ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ নীলফামারী চারটি আসনের দুইটিতে প্রার্থীর নাম ঘোষণা
  50. ০৮:৫৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ গাজীপুরে ৪ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা
  51. ০৮:৫০ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ এক ব্যক্তি সর্বোচ্চ তিন আসন থেকে ভোটে লড়তে পারবেন
  52. ০৮:৪৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
  53. ০৮:৪৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুল আহসান
  54. ০৮:৪৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা
  55. ০৮:৪১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ মুফতি আমির হামজার প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন
  56. ০৮:৩৮ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ যশোরে বিএনপির প্রার্থী হলেন যারা
  57. ০৮:৩৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ নেত্রকোনায় ধানের শীষ পেলেন যারা
  58. ০৮:৩৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ মনোনয়ন না পাওয়ায় এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ
  59. ০৮:৩১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ মাদারীপুরে বিএনপির দুই আসনে প্রার্থিতা ঘোষণা
  60. ০৮:২৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি
  61. ০৮:২৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ শরীয়তপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  62. ০৮:২২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ফরিদপুরে ধানের শীষ পেলেন যারা
  63. ০৮:২০ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  64. ০৮:১৯ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ মনোনয়নবঞ্চিত দুদু, তালিকায় নেই সালাম
  65. ০৮:১৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক
  66. ০৮:১২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ বরিশালে একটি ফাঁকা রেখে ৫ আসনে প্রার্থী দিলো বিএনপি
  67. ০৮:১২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ শেরপুরের ৩ আসনে ধানের শীষ পেলেন যারা
  68. ০৮:০৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ রাজশাহীর দুই আসনে নতুন মুখ, চারটিতে টিকিট পেলেন পুরোনোরাই
  69. ০৮:০১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ আমানউল্লাহ আমানের হাতে ধানের শীষ
  70. ০৭:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ নোয়াখালীতে ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  71. ০৭:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ রুমিন ফারহানার প্রত্যাশিত আসন ফাঁকা রেখেছে বিএনপি
  72. ০৭:৫১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ধানের শীষ নিয়ে সরাসরি লড়বেন যেসব নারী
  73. ০৭:৩৫ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
  74. ০৭:৩৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ মানিকগঞ্জে তিন আসনের দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
  75. ০৭:৩১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ায় ৪ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা
  76. ০৭:২৮ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস
  77. ০৭:২৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ টাঙ্গাইলের সাত আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  78. ০৭:১৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ সুনামগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা বিএনপির
  79. ০৭:১৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা
  80. ০৭:১০ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ঢাকা-৩ আসনে ধানের শীষের কান্ডারি গয়েশ্বর
  81. ০৭:০৮ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
  82. ০৭:০৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ রংপুরের ছয়টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  83. ০৬:৫৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ফজলুর রহমানেই আস্থা বিএনপির
  84. ০৬:৫২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ঢাকা-৬ আসনে লড়বেন ইশরাক
  85. ০৬:৪৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ চট্টগ্রাম-৭ আসনে বিএনপি থেকে লড়বেন হুম্মাম কাদের
  86. ০৬:৪৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ
  87. ০৬:৪২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ সিলেটের চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  88. ০৬:৩৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ২৩৭ আসনে ধানের শীষের প্রার্থী যারা
  89. ০৬:৩২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ নেত্রকোনা-৪ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন বাবর
  90. ০৬:৩২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ধানের শীষ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
  91. ০৬:৩০ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ চুয়াডাঙ্গায় বিএনপির মনোনয়ন পেলেন শরীফ-বাবু
  92. ০৬:২১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ গোপালগঞ্জের ৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা
  93. ০৬:১৬ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ প্রথমবার নির্বাচন করছেন তারেক রহমান, আসন বগুড়া-৬
  94. ০৬:১১ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী মায়ের ডাকের তুলি
  95. ০৬:১০ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
  96. ০৬:০৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
  97. ০৬:০২ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ নির্বাচনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান
  98. ০৫:৫৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৫ ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি