বন্দুকযুদ্ধ ঠাণ্ডা মাথায় খুন : রিজভী
সাঁড়াশি অভিযান শেষ হলেও গ্রেফতার বাণিজ্য এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন আবার ক্রসফায়ারের হিড়িক পড়েছে। সরকারের জিম্মায় ক্রসফায়ার হয় কীভাবে? বন্দুকযুদ্ধের কোনো শব্দ জনগণ শুনতে পায় না কেন? এসব বন্দুকযুদ্ধ ঠাণ্ডা মাথার খুন।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রকৃত জঙ্গি ধরতে ব্যর্থ হয়ে আইন-শৃঙ্খলা বাহিনী দেদারসে ক্রসফায়ার দিচ্ছে। সরকার ক্রসফায়ারের মাধ্যমে গভীর সত্যকে লুকানোর চেষ্টা করছে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার সাজানো অস্থিতিশীলতা বজার রাখতে চাচ্ছে। যাতে গণতান্ত্রিক শক্তি ধেয়ে আসতে না পারে।
জীবনের কোলাহল নেই, চারদিকে কুলখানি, শ্রাদ্ধ ও চল্লিশার অনুষ্ঠান চলছে বলেও মন্তব্য করেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
এমএম/একে/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন