আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে শিবিরের কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১১ নভেম্বর) শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সব গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, বৈষম্যহীন ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান। কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তিদানে সরকার সময়ক্ষেপণ নীতি গ্রহণ করেছে। কার ইশারা ও এজেন্ডা বাস্তবায়নে সরকার এমন করছে, তা বোধগম্য নয়।
তিনি আরও বলেন, গণহত্যার বিচারের ক্ষেত্রে ধীরগতি ও উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ অতীতের মতো আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে গুম ও গণহত্যার প্রবর্তক নিষিদ্ধ এই দলটি এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ও গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার দাবি জানান কেন্দ্রীয় সভাপতি।
কর্মসূচি
১২ নভেম্বর (বুধবার): দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
১৩ নভেম্বর (বৃহস্পতিবার): রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং উক্ত কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।
আরএএস/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন-রিজভীর নেতৃত্বে কমিটি গঠন
- ২ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম
- ৩ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ৪ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
- ৫ ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা