ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

টাঙ্গাইলের বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিমকে বহিষ্কার করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আরও এক ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৬ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হালিমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

jagonews24

একই সঙ্গে আব্দুল হালিমকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের অন্য সব পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এমএইচএ/এমআইএইচএস