মতিঝিলে বাসে আগুন
মতিঝিলে শাপলা চত্বরে দিবানিশি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৩২২৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বলেন, সকাল পৌনে দশটার দিকে মতিঝিল শাপলা চত্বরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।