ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার কার্যালয়ে আবার তালা

প্রকাশিত: ০৩:১০ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকে আবার তালা দিয়েছে পুলিশ।

গত ৫ জানুয়ারি বিএনপির ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসে’ খালেদা জিয়া নয়াপল্টনে সমাবেশ করার উদ্দেশে রওনা দেবেন, এমন খবরে সেদিন দুপুরে  গুলশান ৮৬ নম্বর সড়কের ওই কার্যালয়ের মূল ফটকে তালা মেরে দেয় পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তালা খুলে দেয় পুলিশ। সে সময় তারা বলে, ‘এখানে আগেও কোনো তালা ছিল না। এখনো কোনো তালা নেই।’এর পৌনে ১১ ঘণ্টা পর আবারো তালা দেওয়া হল।

খালেদার রাজনৈতিক কার্যালয়ে আবার তালা দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, নিরাপত্তার স্বার্থেই তালা দেওয়া হয়েছে।