ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচন ২০১৯ সালে : মায়া

প্রকাশিত: ১০:৩২ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতি নিন। আপনি ভাল থাকেন এটাই আওয়ামী লীগ চায়, দরকার হয় আপনার চিকিৎসার ভার আওয়ামী লীগ গ্রহণ করবে। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘১০জানুয়ারির বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে’ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।

মায়া বলেন, বিএনপি এখন ছিন্নভিন্ন অবস্থা, তাদের কথা ও কাজে মিল নেই। দলের জেনারেল সেক্রেটারি মামলার ভয়ে লুকিয়ে থাকে, তাদের চরিত্রই পালানো ও লুকানোর।

বিশ্ব ইজতেমা সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্ব ইজতেমা সফল করার জন্য প্রস্তুতি নিয়েছে। এজন্য পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। অন্যদিকে ধর্মপ্রাণ মানুষ যেন ইজতেমায় আসতে না পারে খালেদা জিয়া সেই ব্যবস্থাই করেছেন।

খালেদাকে ডাইনি বলে মন্তব্য করে তিনি বলেন, অসুস্থ হলে হাসপাতালে যান, ছেলেকে সামলান।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী লুৎফুরুল কবির রেনুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।