কোন দিকে যাবে সেনাবাহিনী : রিজভী
দেশের সেনাবাহিনী কোন দিকে যাবে। তারা কি ৫ শতাংশ ভোটের `অবৈধ সরকারের` নির্দেশ শুনবে নাকি ৯৫ শতাংশ মানুষের পক্ষে থাকবে? শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ২০ দলীয় জোটের এক বিবৃতিতে এ সেনাবাহিনীর প্রতি এ প্রশ্ন ছুড়ে দেন।
বিবৃতি বলা হয়, প্রধানমন্ত্রী বলেছেন যৌথবাহিনীর পাশাপাশি এখন নাকি সেনাবাহিনীও নামবে।
২০ দলীয় জোটের পক্ষ থেকে সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছে প্রশ্ন রাখা হয় তারা কি ৫ শতাংশ ভোটের `অবৈধ সরকারের` নির্দেশ শুনবে নাকি ৯৫ শতাংশ মানুষের পক্ষে থাকবে?
বিবৃতিতে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে আরও বলা হয়, তারা যেন ক্ষমতাসীন উচ্চপর্যায়ের ব্যক্তিদের প্রতিশোধবাসনার যন্ত্রে পরিণত না হন, কারণ এদেশের সমগ্র জনগোষ্ঠী তাদের বেতন নিশ্চিত করে।
এসময় তিনি বলেন, এদেশে অত্যাচারীরা কোনদিনই টিকতে পারেনি। বিজিবির মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকের বক্তব্যকে এখতিয়ার বহির্ভুত দাবি করে এর তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে অবিলম্বে ২০ দলীয় জোট বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২০ দলীয় জোটের সকল আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
আরু