ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রোববার এক ঘন্টার মানববন্ধন করবে ১৪ দল

প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের মধ্যে জ্বালাও-পোড়াও, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ ও রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে রোববার।

রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল জেলা ও উপজেলায় রোববার বিকেল ৩ থেকে ৪ টা পর্যন্ত এ মানবন্ধন কর্মসূচী পালন করবে তারা।

মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধ সংসদ নেতা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, নারী সংগঠন, আলেম-ওলামা-মাশায়েখ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছে কেন্দ্রীয় ১৪ দল।

১৪ দল সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ১৩টি স্থানে এ মানবন্ধন কর্মসূচি পালিত হবে। স্থানগলো হলো- গাবতলী থেকে টেকনিক্যাল মোড় হয়ে শ্যামলী, শ্যমলী থেকে কলেজগেট হয়ে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, রাসেল স্কয়ার, গ্রীন স্কয়ার হয়ে বসুন্ধরা মার্কেট, সোনারগাঁও হোটেল থেকে বাংলামোটর, রূপসী বাংলা হয়ে শাহবাগ, শাহবাগ থেকে মৎস্য ভবন, মৎস্য ভবন থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়, পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে গুলিস্তান মোড়, বঙ্গবন্ধু স্কয়ার থেকে ইত্তেফাক মোড়, ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট, রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ এবং সায়েদাবাদ থেকে যাত্রা বাড়ী।

এ মানববন্ধন কর্মসূচি পালনে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় ১৪ দলের মূখপাত্র এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ মানববন্ধন কর্মসূচী তত্ত্বাবধান করবেন।

আরএস/পিআর