ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৪ দিনের রিমান্ডে শমসের মবিন ও দুদু

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে পৃথক মামলায় ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার একটি মামলায় রিমান্ড শেষে শমসের মবিনকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বংশাল থানায় দায়ের করা নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে মিরপুর থানার একটি মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আদালতে  হাজির করা হয়। এ সময় রূপনগর থানার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক।

আরএস/আরআই