ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপিকে চরম মূল্য দিতে হবে : শওকত আলী

প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধ ও নাশকতার রাজনীতি বন্ধ না করলে বিএনপি’কে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী। রোববার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার কাশিমপুরে ‘হটাও অবরোধ, বাঁচাও দেশ- শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানের মধ্যদিয়ে সখীপুর থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা কোন সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। তিনি বিএনপিকে নাশকতা ছেড়ে সুস্থ রাজনীতির ধারায় ফেরার আহবান জানান। তা নাহলে আগামী দিনে দেশের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে আস্তাকুড়ে ফেলে দেবে।

সখীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সখীপুর থানা আওয়ামী লীগ নেতা জিতু মিয়া বেপারী, মাস্টার মোসলেম উদ্দিন ও মাস্টার জসিম উদ্দিন। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সখীপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ জনগন এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

আরএস/পিআর