মিয়ানমারে গণহত্যা বন্ধে ওলামা লীগের স্মারকলিপি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, নারী ধর্ষণ এবং শিশুহত্যা বন্ধের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। সোমবার জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে মন্ত্রণালয়ে এ স্মারকলিপি জমা দেয়া হয়।
স্মারকলিপি প্রদান শেষে অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ করার আহ্বান জানানো হয়। অন্যথায় মিয়ানমারের পণ্য বর্জনসহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী।
স্মারকলিপি প্রদান ও সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা দেলোওয়ার হোসেইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা এস এম ফরিদ-উজ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম আবদুল্লাহ আল ইস্রাফিল, মোশারফ হোসেন নাঈম, মাওলানা হোসাইন, অ্যাডভোকেট আবদুস সালাম, শেখ আলী আব্বাস, অ্যাডভোকেট মনিরুজ্জামান, মাওলানা আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএস/আরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন