যেকোনো পরিস্থিতির দায় সরকারের : সালাহ উদ্দিন
সময় ফুরিয়ে যাওয়ার আগেই সরকারি মহলের শুভবুদ্ধির উদয় না হলে যেকোনো পরিস্থিতির দায় তাদেরকেই নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলীয় জোটের পক্ষে তিনি একথা বলেন।
সালাহ উদ্দিন বলেন, জাতীয় এবং জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মহলের সঙ্কট নিরসনের সকল উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই সরকারি মহলের শুভবুদ্ধির উদয় হবে বলে জনগণ আশা করে। অন্যথায় উদ্ভুত যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা লুণ্ঠন করে সরকার এখন জনগণের সঙ্গে প্রতারণায় লিপ্ত। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গণতন্ত্রে কখনই বিশ্বাসী ছিল না। প্রতিবারই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।
তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ গণতন্ত্রের মোড়কে একদলীয় বাকশাল কায়েমের তৎপরতায় লিপ্ত। এদেশের গণতন্ত্রকামী সংগ্রামী জনগণ সর্বকালেই একদলীয় একনায়কতন্ত্রকে প্রত্যাখান করেছে। এখনও রক্তঝরা সংগ্রামের মধ্যদিয়ে শাসকগোষ্ঠীর সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে বদ্ধপরিকর।
আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলন দমনে গণহত্যার লাইসেন্স প্রদান করার পর এখন হত্যার দায়মুক্তির আইন করার সরকারি তৎপরতা শুরু করেছে। শাসকগোষ্ঠীকে স্মরণ করিয়ে দিতে চাই- এই আইন শেষ আইন হবে না; ভবিষ্যতে আরও আইন হবে। অসাংবিধানিক, মৌলিক ও মানবাধিকার হরণকারী কোনো আইন আপনাদের রক্ষা করতে পারবে না। জনগণ আপনাদের নারকীয় কর্মকাণ্ডের সকল রেকর্ড সংগ্রহ করেছে।
এএইচ/পিআর