সাখাওয়াতের পক্ষে ভোট চেয়ে খালেদার টুইট
আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পাশাপাশি বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীদেরও বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে বিএনপি চেয়ারপারসন এ আহ্বান জানান।
টুইটে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ছবি ও ধানের শীষের প্রতীকও সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) নির্বাচন। এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন