ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বাধার মুখে ফিরে গেলেন আকতারুজ্জামান

প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করতে পারেন নি সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আকতারুজ্জামান। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধার মুখে তিনি ফিরে যেতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, শুক্রবার বিকেল চারটার দিকে গুলশান কার্যালয়ের সামনে আসেন মেজর (অব.) আকতারুজ্জামান। এসময় তিনি ভেতরে ঢুকতে চাইলে মূল ফটকের সামনে দায়িত্বরত সিএসএফের সদস্যরা তাকে বাধা দেন। প্রায় ১৫ মিনিট পর তিনি সেখান অবস্থানের পর এক পর্যায়ে সিএসএফ সদস্যদের উদ্দেশে কিছু উত্তপ্ত কথা বলে তিনি চলে যান।

উল্লেখ্য, কোকোর মৃত্যুর দিন গুলশান কার্যালয়ে এসেছিলেন তিনি। সেদিন তিনি বেশ কিছু সময় ভেতরে অবস্থান করেন। এরপর ৫ মার্চ কোকোর কুলখানির দিনও তিনি ওই কার্যালয়ে যান।

এএইচ/পিআর