আ.লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দীতে কঠোর নিরাপত্তা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ দুপুরে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নীতি-নির্ধারণী’ বক্তব্য দেবেন বলে জানা গেছে। এ সমাবেশকে ঘিরে উদ্যানের সব প্রবেশ পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। 
প্রতিটি প্রবেশ পথে বসানো হচ্ছে একাধিক আর্চওয়ে মেশিন। উদ্যানের ভেতরে বাইরে র্যা ব, পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন।
বাংলা একাডেমির বিপরীত দিকে গেটে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরেজমিন পরিদর্শনকালে এ দৃশ্য দেখা গেছে পরিচছন্ন কর্মীরা শেষ মুহূর্তের ময়লা-আবর্জনা সরাতে ব্যস্ত। 
কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, আজকের সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে। এ সুযোগে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড না চালাতে পারে সেজন্য প্রবেশপথে ব্যাপক তল্লাশি চালিয়ে তবেই ভেতরে ঢুকতে দেয়া হবে।
এমইউ/জেডএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে