ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আজ ইসিতে যাচ্ছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা

প্রকাশিত: ০৩:১২ এএম, ২৫ মার্চ ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কৌশল খুঁজছে বিএনপি। এ লক্ষ্যে আজ বুধবার তারা দলীয় প্রতিনিধি দল না পাঠিয়ে প্রাথমিকভাবে তাদের সমর্থক চার সদস্যের বুদ্ধিজীবীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পাঠাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ঘোষিত তফসিল অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়াসহ নির্বাচনে সব দলের জন্য `লেভেল প্লেয়িং ফিল্ড` তৈরির দাবি জানাবে।

সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের কৌশল নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় দলের সমর্থক বুদ্ধিজীবী ও শুভাকাঙ্ক্ষীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে মঙ্গলবার চিঠি দিয়েছেন তারা।

সূত্র জানায়, সময় দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাহবুবউল্লাহ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী কমিশনে যাবেন।

সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৈঠকের বিষয়বস্তু অবহিত করবেন তারা। তফসিলের সময় বাড়ালে প্রয়োজনে পরে বিএনপির প্রতিনিধি দলও কমিশনে যেতে পারে বলে সূত্র জানিয়েছে।

জানা গেছে, ইসির সঙ্গে সাক্ষাৎকালে আরও বেশ কিছু দাবি জানাবেন বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা। এর মধ্যে রয়েছে, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, বিদেশি পর্যবেক্ষক রাখা, প্রার্থী ও নেতাকর্মীদের নির্বিঘ্নে গণসংযোগ করতে দেওয়া, রাজনৈতিক মামলায় গ্রেফতার ও হয়রানি বন্ধ, গ্রেফতারকৃত সম্ভাব্য প্রার্থীদের মুক্তি এবং চেয়ারপারসনের গুলশানের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া, ঢাকা সিটি করপোরেশনের যে কোনো এলাকার ভোটার হলেই উত্তর ও দক্ষিণ সিটিতে প্রার্থী হওয়ার বিধান।

সূত্র জানায়, এসব শর্ত পূরণ না হলে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে এসব শর্তের অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জনের ঘোষণাও দিতে পারে দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগ না দিতে অবশ্য স্বতন্ত্র কোনো শক্তিশালী প্রার্থীকেও নেপথ্যে সমর্থন দিতে পারে তারা। সূত্র : সমকাল

এআরএস/আরআইপি