ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

স্বামীর সন্ধানে প্রধানমন্ত্রীকে আবারো স্মারকলিপি দিলেন হাসিনা

প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৭ এপ্রিল ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের সন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারো স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। এর আগে গত ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি পৌঁছে দেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষে কার্যালয়ের ৪ নং গেটে কর্মরত অফিস সহকারী আব্দুল হামিদ এ স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, আমি আমার স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর নিকট দ্বিতীয়বারের মতো স্মারকলিপি দিয়েছি।

প্রধানমন্ত্রীর নিকট তার সাক্ষাতের আবেদন জানিয়ে তিনি বলেন, আমার এবং আমার বাচ্চাদের দিক চেয়ে মানবিক দিক বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিদের্শ দিবেন সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্মারকলিপিতে নিখোঁজের ঘটনা ও তাকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সঙ্গে কোনো যোগাযোগ করছে না বলে অভিযোগ করেন তিনি।

এমএম/এআরএস/বিএ/বিএপিআর