ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রতীক নিতে নাট্যমঞ্চে আব্বাসের প্রতিনিধিরা

প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১০ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পেতে মহানগর নাট্যমঞ্চে অবস্থিত রির্টানিং অফিসারের কার্যালয়ে এসেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের প্রতিনিধিরা। শুক্রবার সকাল ৯টায় ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতীক নেয়ার জন্য আসেন।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আ.ফ.ম ইউসুফ হায়দার, ড. মাহবুব উল্লাহ, ড. মোরশেদ হাসান খান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট আবদুস সালাম, অ্যাডভোকেট ফাতিমা নাসরিন মুন্নি, অ্যাডভোকেট শাহজাহান, সাংস্কৃতিক কর্মী এস আল মাহমুদ ও আবু ইউনুস লিটন প্রমূখ।

সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নিশ্চিত করার কথা রয়েছে।

এমএম/এআরএস/বিএ/এমএস