ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মঞ্জুর পেলেন কমলালেবু, নাছির হাতি

প্রকাশিত: ০৪:৪২ এএম, ১০ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে হাতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে নগরীর মুসলিম হলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। রিটার্নিং অফিসার আবদুল বাতেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

মেয়র পদে ১২ জন, ৪১টি সাধারণ কাউন্সিলর পদে ২শ` ১৩ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। তিন পদে মোট প্রার্থীর সংখ্যা ২শ` ৮৬ জন।

এআরএস/বিএ/এমএস