সোহেলের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইল বিএনপি
জেলগেটে ফের গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে দলটি।
সোমবার রাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোহেলের নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, সোহেলকে কোথায় নেয়া হয়েছে তা অফিসিয়ালি এখনও বলা হয়নি। দেশে কারও নিরাপত্তা নেই। সারাদেশ ভয়াবহ নারকীয় কারাগার বলেও মন্তব্য করেন তিনি।
প্রায় ৫ মাস কারাবরণের পর সোমবার সন্ধ্যায় মুক্তি মিললেও ফের আটক হন সোহেল। বর্তমানে তাকে মহানগর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।
এমএম/জেএইচ/পিআর