ডিএমপিতে যাচ্ছেন বিএনপির আইনজীবীরা
নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের বিষয়ে আলাপ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাচ্ছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
শনিবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও এডভোকেট সানাউল্লা মিয়া ডিএমপিতে যাওয়ার কথা সাংবাদিকদেরকে জানান।
তারা বলেন, নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিনের ব্যাপারে আইনগত দিক নিয়ে কথা বলতে তারা ডিএমপিতে যাচ্ছেন।
এমএম/এআরএস/এমএস