ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রিজভীর রিমান্ড : হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত

প্রকাশিত: ১১:০৮ এএম, ১২ এপ্রিল ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড স্থগিতের হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন। এর আগে হাইকোর্ট রিজভীর রিমান্ড এক মাস স্থগিতের আদেশ দিয়েছিল।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন, রাষ্ট্রেপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

উল্লেখ্য, শেরেবাংলা নগর থানায় গত ১৮ জানুয়ারি দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় ৩১ মার্চ রিজভীকে তিন দিনের রিমান্ডে পাঠায় হাকিম আদালত। ওই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে গেলে ৫ এপ্রিল বিচারপতি মো. নুরুজ্জামান ও জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রিমান্ডের আদেশ একমাসের জন্য স্থগিত করে দেন।

রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিতের আবেদন করলে চেম্বার বিচারক বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

আপিল বিভাগের আদেশের পর মোমতাজ উদ্দিন ফকির বলেন, হাইকোর্ট রিমান্ড আদেশ স্থগিত করেছিল। হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এ মামলায় রিজভীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আইনগত কোনো বাধা নেই।

এএইচ/বিএ/আরআইপি