ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঢাবিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ঘোষণা সাঈদ খোকনের

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৫ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্বিবদ্যালয়কে (ঢাবি) একটি সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন। বুধবার দুপুর ১টায় ঢাকা বিশ্বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখারও দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

সাঈদ খোকন আরও বলেন, ঢাকা একটি সমস্যা কবলিত শহর। এই শহরকে আমরা সুন্দর বাসযোগ্য ও মনোরম শহরে রুপান্তর করতে চাই। ঢাকাকে যানজট মুক্ত এবং নিরাপদ শহরে পরিণত করতে চাই। এ সময় ঢাকা শহরের যাবতীয় সমস্যা সমাধানে দৃঢ় ভূমিকা রাখতে চান বলেও জানান তিনি।

ছাত্রলীগকে সত্য ন্যায়ের সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সৈনিকদের এখন আসন্ন নতুন যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীনতা আন্দোলন-ভাষা আন্দোলনসহ সব আন্দোলনে ছাত্রলীগ-আওয়ামী লীগের বিশাল ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে এ যুদ্ধে নিজেদেরকে জয়ী করতে হবে।

বিগত দিনগুলোতে বিএনপি-জামায়াতের তাণ্ডবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী দীর্ঘ ৪০ বছর পর স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার করছেন আর এখনকার দুই-তিন মাস আগের তাণ্ডবের বিচারতো সময়ের ব্যাপারমাত্র। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এই তাণ্ডবের বিচার করার সুযোগ করে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তিনি সুখে-দুঃখে ঢাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন। এছাড়া ছাত্রলীগের প্রত্যেকটি কর্মীকে নতুন শপথে বলিয়ান হয়ে ঘরে ঘরে তার নির্বাচনী প্রতীক ইলিশ মাছ মার্কা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান, সাবেক খাদ্যমন্ত্রী এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সেক্রেটারি সিদ্দিকি নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান মোল্লা, সেক্রেটারি ওমর শরীফ প্রমুখ।

এমএইচ/আরএস/আরআই