প্রচারণা শেষে ফিরোজাতে খালেদা
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালিয়ে অবশেষে গুলশানের বাসভবন ফিরোজাতে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত ৯টা ৫ মিনিটে তিনি তার বাসায় পৌঁছান। বিকেল ৪টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে বের হয়ে পৌনে ৫টা থেকে প্রচারণা শুরু করেন তিনি।
গুলশান ১ নম্বর থেকে তার এই প্রচারণা শুরু হয়ে মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, গুলশান-২, বনানী বাজার, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল এলাকা ঘুরে তিনি তার বাসভবনে ফিরে যান।
উল্লেখ্য, সিটি নির্বাচেন উত্তরে তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।
এমএম/বিএ/আরআই