ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

টাকা খরচে হলফনামা ছাড়িয়েছেন নাছির ও মনজু

প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৯ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একজন মেয়র প্রার্থী ভোটার অনুপাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। সে অনুযায়ী হলফনামায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন তার সম্ভাব্য নির্বাচনী ব্যয় দেখিয়েছেন ২৭ লাখ টাকা। একই ভাবে নির্বাচন কমিশনের আইন মেনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম তার নির্বাচনী ব্যয় দেখিয়েছেন ৩০ লাখ টাকা। হলফনামায় পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সম্ভাব্য নির্বাচনী ব্যয়ের এমন চিত্র দেখালেও প্রকৃত অর্থে দুই প্রার্থী এরই মধ্যে নির্ধারিত টাকার চেয়ে বেশি খরচ করে ফেলেছেন।

গত কয়েকদিন থেকে প্রতিদিনই সেন্টার খরচ বাবদ খরচ করছেন ৪০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। টাকা খরচের এই পরিমাণ দিন দিন আরও বাড়বে বলে দুই প্রার্থীর নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যা শেষ পর্যন্ত হলফনামায় উল্লেখিত ব্যয়ের চেয়ে ১৫-২০ গুণ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনে প্রদত্ত হলফনামা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি নির্বাচনে এম মনজুর আলমের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। সব টাকাই নিজস্ব তহবিল থেকে ব্যয় করার কথা বলেছেন তিনি।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন হলফনামায় তার সম্ভাব্য নির্বাচনী ব্যয় উল্লেখ করেছেন ২৭ লাখ টাকা। যার সব টাকাই নিজের আয় থেকে খরচ করবেন তিনি।

দুই মেয়র প্রার্থীর ঘনিষ্ঠজন ও নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম হলফনামায় ঘোষিত ব্যয়ের চেয়েও বেশি টাকা খরচ করে ফেলেছেন। গত কয়েকদিন থেকে সেন্টার খরচের নামে প্রতিদিনকার বিশাল খরচের অংক যুক্ত হয়েছে। ৭১৯টি কেন্দ্রের জন্য কেন্দ্র বা সেন্টার কমিটি গঠন করা হয়েছে দুই প্রার্থীর পক্ষ থেকেই। আ জ ম নাছিরের নির্বাচন পরিচালনার জন্য প্রতি কেন্দ্রে ১০১ সদস্যবিশিষ্ট সেন্টার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই প্রতিদিন নির্বাচনের আনুষঙ্গিক ব্যয় করা হচ্ছে। সেন্টার কমিটির সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে শনিবার সন্ধ্যায় বলেন, প্রতিদিন সেন্টার প্রতি ৫ হাজার টাকা খরচ দেয়া হচ্ছে। সে হিসাবে ৭১৯ কেন্দ্রের বিপরীতে দৈনিক খরচ হচ্ছে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা।

অন্যদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের নির্বাচন পরিচালনার জন্যও ইতিমধ্যে ৯০ শতাংশ কেন্দ্র বা সেন্টার কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ৭১৯ কেন্দ্রের জন্য প্রতিদিন মনজুর আলমের পক্ষ থেকেও প্রতি কেন্দ্রের বিপরীতে ৫ থেকে ৭ হাজার টাকা খরচ করা হচ্ছে। দুই প্রার্থী প্রতিদিন সেন্টার খরচের নামে এভাবে প্রায় অর্ধ কোটি টাকা করে খরচ করছেন।

এএইচ/এমএস