প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই : আমীর খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে চুক্তির বিষয়ে দেশের জনগণ, বিরোধী দল, সুশীল সমাজ; এমনকি অনির্বাচিত সংসদেও আলোচনা করা হয়নি। তাই এ মুহূর্তে প্রতিরক্ষা চুক্তির কোনো সুযোগ নেই। এমনকি প্রয়োজনও নেই।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশ আধিপত্যবাদী আগ্রাসন : সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় সরকারের প্রতি প্রশ্ন রেখে আমীর খসরু বলেন, ‘হঠাৎ প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন দেখা দিলো কেন? জনবিরোধী এ চুক্তি হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।’
তিনি বলেন, সরকারের ভয়ভীতির কারণে বাংলাদেশের মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দেশে মানুষ নড়ে চড়ে বসেছে। তারা কখনই এটা মেনে নেবে না।
একই আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তিস্তার পানি চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ হলেই কেবল ভারতের সঙ্গে বন্ধুত্ব হতে পারে।
সভায় বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক এমপি গোলাম মওলা রনি, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম প্রমুখ।
এমএম/এমএমএ/জেএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ