আইসিইউতে মহিউদ্দীন চৌধুরী
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর ফুসফুসে পানি জমার কারণে বৃহস্পতিবার বিকেলে তাকে নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
মহিউদ্দীন চৌধুরীর সচিব ওসমান গণি জানান, বিভিন্ন রোগ নিয়ে কিছুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তিনি। এর মধ্যে নির্বাচনে অতিরিক্ত পরিশ্রম ও ফুসফুসে পানি জমার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দীন চৌধুরী।
তিনি আরও জানান, মহিউদ্দীন চৌধুরীর শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হওয়ায় তাকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরাও সার্বক্ষণিক মহিউদ্দীন চৌধুরীর পাশে আছেন বলে জানান ওসমান গণি।
এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ