সরকার দুঃশাসনের জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে : ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে কারাগারে পাঠিয়ে জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শনিবার বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবদুল ওহাবসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের এবং ছাত্রদলের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আরিফুল হক আনন্দসহ অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে বানোয়াট মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলার পর গ্রেফতারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। বর্তমান অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকারের সব অপকর্ম রুখে দিতে গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
এমএম/এমআরএম/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে