ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ছাত্রলীগ।
বুধবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলায় সনাতন উল্লাহ নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। এছাড়া সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। এ ধরনের স্লোগান দেয়ায় মানহানি হয়েছে বলে বাদী মামলাটি করেন।
জেএ/এমআরএম/এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ মানিকগঞ্জের আতা ও ঝিনাইদহের ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার
- ২ দোয়ার মঞ্চে আলেমকে সম্মান জানাতে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
- ৩ ৫ বছরে ১ কোটি তরুণকে প্রশিক্ষণসহ যেসব পরিকল্পনা নিলো জামায়াত
- ৪ জোটের ২৩ ও উন্মুক্ত ৬ আসনে নির্বাচন করবে বাংলাদেশ খেলাফত মজলিস
- ৫ তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস