বিচারপতি হাবিবুর রহমানের বইতেও `জয় পাকিস্তান` লেখা ছিল
শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ উচ্চারণ করেছেন সেটা বিচারপতি হাবিবুর রহমানের বইতেও লেখা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিচারপতি হাবিবুর রহমানের বইতেও প্রথমবার লেখা হয়েছিল যে, শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ উচ্চারণ করেছেন।
এ কে খন্দকারের লেখা বইয়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার কোন প্রমাণ তিনি কোথায়ও পাননি বলেও জানিয়েছেন তিনি।
সর্বশেষ - রাজনীতি
- ১ দু-একদিনের মধ্যেই ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে
- ২ নারী নেতৃত্বের সংকটের মূল কারণ পরিবারতান্ত্রিক সিলসিলা
- ৩ ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর
- ৪ দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক সাজু বহিষ্কার
- ৫ আমাদের গুরুত্বপূর্ণ অনেক প্রার্থী বাদ পড়ছে, অভিযোগ খেলাফত মজলিসের