ত্রাণ বিতরণে আ. লীগ প্রতিনিধি দলের মৌলভীবাজার যাত্রা
মৌলভীবাজার জেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আজ রোববার সকালে ঢাকা ত্যাগ করেছে।
দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মৌলভীবাজার সফর করছে বলে প্রতিনিধি দলের একজন সদস্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান ও রেমন্ড আরেং।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।
এফএইচএস/এনএফ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন