কবি নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কবির সমাধিতে সোমবার পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবে জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার দুপুরে বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক আসাদুল করিম শাহীন প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার সকাল ৭টায় বিএনপির উদ্যোগে এ পুস্পস্তবক অর্পণ করা হবে। এসময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও বিবৃতি জানানো হয়।
এমএম/বিএ/পিআর