খালেদাকে বিদায় জানাতে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায়ী সংবর্ধনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা।
শনিবার বিকেল ৫টা থেকে দলীয় প্রধানকে স্বাগত জানাতে ওই এলাকায় নেতাকর্মীদের ঢল নামে।
সরেজমিনে দেখা গেছে, বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন।

বিকেল ৬টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার রওনা হওয়ার কথা থাকলেও অনেকেই বিকেল সাড়ে ৪টা থেকে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন।
এদিকে খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদার।
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন এমন কথা বলা হলেও একাদশ জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়ার সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন দলের নেতাকর্মীরা।
এমএম/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে অভিনন্দন ফখরুলের
- ২ খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী: মেয়র শাহাদাত
- ৩ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
- ৪ শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
- ৫ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন