ফিরোজা থেকে বিমানবন্দরের পথে খালেদা
ফাইল ছবি
লন্ডন যাওয়ার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার বিকেল সোয়া ৬টায় একান্ত সচিব ও গৃহকর্মীকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিকেল সাড়ে ৪টা থেকে বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায রয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে খালেদা জিয়ার।
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন এমন কথা বলা হলেও একাদশ জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়ার এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন দলের নেতাকর্মীরা।
এমএম/ওআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প
- ২ ২১ ঘণ্টায় জোড়া লাগলো তাসফিনের হাত, চিকিৎসকদের প্রশংসায় রিজভী
- ৩ খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নির্বাচনি প্রস্তুতি কেমন বিএনপির?
- ৪ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা: দীপ্তি
- ৫ অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে