২০ দলীয় জোট মহাসচিবদের বৈঠক স্থগিত
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল।
জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম মোস্তফা জানান, তিন-চার দিন আগে এ বৈঠকটি ডাকা হয়েছিল। তবে বিএনপি মহাসচিব জরুরি ভিত্তিতে তার নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়।
এদিকে জোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান জানান, সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে মহাসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর এই বৈঠকটি ডাকা হয়।
বৈঠকের বিষয় সম্পর্কে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল।
এমএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ২ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৩ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ
- ৪ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ৫ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প