ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কেন্দ্রকে পাশ কাটিয়ে কর্মীসভা : রাশেক রহমানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৩ এএম, ৩১ জুলাই ২০১৭

কেন্দ্রীয় নেতাদের পাশ কাটিয়ে রংপুরের মিঠাপুকুরে বর্ধিত সভা করায় স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের ছেলে ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমানকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশেক বিভিন্ন সময় দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলের সিদ্ধান্তে তাকে করাণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাশেক রহমান দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত ওই সভাস্থলের বাইরে টাঙানো বেশ কয়েকটি ব্যানারে বর্ধিত সভা লেখা থাকলেও আয়োজকদের দাবি এটা ছিল কর্মীসভা। সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান সোহাগ কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের বিষোদগার করেন বলে জানা গেছে।

তৃণমূলে সদস্য সংগ্রহের ধারাবাহিকতায় রংপুরের মিঠাপুকুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা ছিল রোববার। তবে সেদিন স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান না থাকায় এবং আওয়ামী লীগের স্থানীয় কিছু জটিলতার কারণে ওই সভা স্থগিত করে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ।

জানা যায়, এ উপজেলার ১৭টি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিত কমিটি ছিল। কমিটির মেয়াদ ৩ বছর হলেও ১৩ মাসের মাথায় কেন্দ্র ও জেলাকে পাশ কাটিয়ে একদিনের নোটিশে সব কমিটি ভেঙ্গে দেন স্থানীয় এমপি এমপি আশিকুর রহমান। সবশেষ কেন্দ্রকে বাদ দিয়ে বর্ধিত সভা করায় অস্থিরতা দেখা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, কেন্দ্র বর্ধিত সভা বাতিল করেছে। আমরা উপজেলাকে এটা জানিয়ে দিয়েছি। শুনেছি ওখানে স্ব-উদ্যোগে কারা নাকি বর্ধিত সভা করেছে।

এইউএ/এমএমজেড/পিআর

আরও পড়ুন