ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জয়পুরহাটে যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৭ জুন ২০১৫

জয়পুরহাট সদর উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিলের প্রথম অধিবেশন এবং সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার ঠাকুরের সভাপতিত্বে আরো মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী অবসর, মিজানুর রহমান টিটো প্রমুখ।

সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে অশোক কুমার ঠাকুর ও সাধারণ সম্পাদক পদে সারোয়ার হোসেনকে এবং জয়পুরহাট পৌর যুবলীগের সভাপতি পদে ইজহারুল ইসলাম ডাবলু ও সাধারণ সম্পাদক পদে ওলিউজ্জামান বাপ্পিকে নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়।

এআরএ/আরআই