বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন স্থগিত করেছে বিএনপি। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেয়ার কথা ছিল।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুর কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সময় জানিয়ে দেয়া হবে।
গতকাল সোমবার দিনগত রাতে দলের স্থায়ী কমিটির সদস্যেদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যমকে জানাতেই এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছিল।
উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম কে আনোয়ার মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এমএম/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ