ঢাকার পথে খালেদা
ফাইল ছবি
চট্টগ্রামের সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ২টার দিকে সড়কপথে রওনা করেন তিনি। দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে আছেন।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার থেকে চট্টগ্রামে সার্কিট হাউজে পৌঁছান খালেদা জিয়া। সার্কিট হাউজে রাত্রী যাপন করেন বিএনপি চেয়ারপারসন।
সোমবার কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। উখিয়াতে একটি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনও করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম থেকে ঢাকার পথে কুমিল্লা সার্কিট হাউস যাত্রা বিরতি করতে পারেন তিনি। গত শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে ৪ দিনের সফরে বের হয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমএম/এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ২ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৩ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৪ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৫ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত