ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়া
ফাইল ছবি
৪ দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৯টায় গুলশানের বাসভবন ফিরোজাতে এসে পৌঁছান তিনি। দুপুর ২টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ রওয়ানা করেছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ রওয়ানা করেছিলেন খালেদা জিয়া। যাওয়ার পথে ফেনীতে হামলার মুখে পড়ে তার গাড়িবহর। ফেরার পথেও হাড়িবহরে হামলার অভিযোগ করেছে বিএনপি।
কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন। ঢাকা থেকে ফেনী ও চট্টগ্রামে যাত্রাবিরতী ও রাত্রিযাপন করেন তিনি।
ফেরার পথেও চট্টগ্রামে রাত্রিযাপন করেছেন খালেদা জিয়া। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লাতে যাত্রাবিরতি দেয়ার কথা শোনা গেলেও সরাসরি ঢাকায় এসে পৌঁছান তিনি।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার পথে বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভিনন্দন জানান। তবে ফেরার পথে সড়কে নেতাকর্মীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এমএম/এসএইচএস/এমএস